জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ১৫ নম্বর ছাত্রী হলে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে ভোট আবার চালু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ভোটারদের আঙুলের কালি মুছে যাওয়ায় সাময়িকভাবে ভোট স্থগিত রাখা হয়েছিল। ঠিক সেই সময় শাখা ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান ও তাঁর নেতৃত্বে অন্তত ১৫ জন নেতা অনুমতি ছাড়াই হলে প্রবেশ করে ভোট জালিয়াতির অভিযোগ তোলেন। এতে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও হট্টগোল তৈরি হয়। পরে প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক শামীমা নাসরীন জলি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সকলকে হল থেকে বের...