চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজকে পর্যন্ত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ এই মামলার দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ পরবর্তীতে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন। আজ ট্র্যাইব্যুনালে প্রসিকিউসন পক্ষে প্রসিকিউট গাজী এমএইচ তামীম শুনানি করেন। গত ১১ আগস্ট চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্য উপস্থাপন শেষে মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা সাহরিয়ার খান পলাশ। পরবর্তীতে আনাসের মা ও নানা এই মামলায় সাক্ষ্য দেন। আজকে পর্যন্ত এই মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ শুনানির সময় এ মামলার চার আসামি ট্রাইব্যুনালে হাজির ছিলেন। এরা হলেন- শাহবাগ থানার সাবেক ওসি...