যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসির একটি অভিজাত রেস্টুরেন্টে রাতের খাবার খেতে গেলে মুখোমুখি হন কড়া বিক্ষোভের। বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন, “ফ্রি ডিসি! ফ্রি প্যালেস্টাইন! ট্রাম্প ইজ দ্য হিটলার অফ আওয়ার টাইম!” সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রাম্প রেস্টুরেন্টে প্রবেশ করার পর কিছু সময় বিক্ষোভকারীদের দিকে তাকিয়ে মাথা নাড়েন ও হালকা হাসেন। তবে কোনো মন্তব্য করেননি। কিছু মুহূর্ত পর তিনি বলেন, চলো, চলি, এবং নিরাপত্তা কর্মীরা বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেন। বিক্ষোভকারীদের হাতে ছিল ফিলিস্তিনি পতাকা, অন্যদিকে রেস্টুরেন্টের ভেতর থাকা কিছু মানুষ ‘ইউ-এস-এ! ইউ-এস-এ!’ স্লোগান দিতে শুরু করেন। নারী অধিকারকেন্দ্রিক অ্যাকটিভিস্ট সংগঠন কোড পিংক জানিয়েছে, তারাই এই বিক্ষোভের আয়োজন করে। সংগঠনটি এক বিবৃতিতে জানায়,যখন ট্রাম্প, জেডি ভ্যান্স, মার্কো রুবিও, পিট হেগসেথরা...