জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণের প্রাক্কালে নির্বাচন প্রক্রিয়া নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল। বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ছাত্রদল মনোনীত ভিপি (সহ-সভাপতি) পদপ্রার্থী মো. শেখ সাদী হাসান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় প্রচারণা চালিয়েছি। সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়ার পর যখন আমাদের প্যানেলের জয়ের সম্ভাবনা উজ্জ্বল। ঠিক তখনই ভোটগ্রহণের আগের রাতে জানতে পারি যে, নির্বাচন কমিশন ব্যালট পেপার ও ওএমআর ভোট গণনা মেশিন সরবরাহ করেছে জামায়াতে ইসলামীর একটি অখ্যাত প্রতিষ্ঠানের মাধ্যমে, যেখানে যথাযথ ক্রয় প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। তিনি আরও অভিযোগ করে বলেন, ছাত্র শিবিরের প্যানেলকে জিতিয়ে দিতে এই কারচুপি করা হয়েছে বলে...