ঢাকার কামরাঙ্গীরচর থানায় শিশু অপহরণ মামলায় সাদ্দাম হোসেন মুকুল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম জর্জ বিষয়টি নিশ্চিত করেছেন। মমলার এজাহারে জানা যায়, কামরাঙ্গীরচর এলাকায় আবুল খায়ের প্লাস্টিকের কারখানায় কাজ করতেন মুকুল। ২০০৯ সালে মুকুল তার মালিকের আড়াই বছরের ছেলে আরিফকে চিপস দিয়ে অপহরণ করেন। পরে টাইঙ্গাইলের মির্জাপুর...