নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশটিতে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আজ বৃহস্পতিবার দুটি ফ্লাইট পরিচালনা করবে। নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান তার ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। শফিকুর রহমান জানান, আজ বিকেল ৩টা ৫ মিনিট ও ৫টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেসব যাত্রীর ৯ ও ১০ সেপ্টেম্বর কাঠমান্ডু থেকে ঢাকা যাওয়ার কথা ছিল, তারা আজ বিমানের অতিরিক্ত ফ্লাইট বিজি৩৭৪-এর সুবিধা নিতে পারেন। নেপালের বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র বলছে, শিক্ষাসফরে যাওয়া...