স্নাতকে আসন সংখ্যা অতিরিক্ত হারে না কমানোসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা৷ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কলেজটির সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা বলছেন, অনার্সে অতিরিক্ত হারে সিট কমানোর কথা শুনেছি। এতে বাংলাদেশের নারীশিক্ষার অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে। এছাড়া ইটারমিডিয়েট শিক্ষা চালু করা হলে বয়সের ব্যবধানের কারণে ক্যাম্পাসে নিরাপত্তা-শৃঙ্খলা বাধাগ্রস্ত হবে৷ এসব দাবিতেই মূলত তারা মানবন্ধনে অংশ নিয়েছেন৷ ১। যতদিন পর্যন্ত বাংলাদেশে নারীদের উচ্চশিক্ষার জন্য ইডেন মহিলা কলেজের অনুরূপ শিক্ষার্থী ধারণক্ষমতা ও সুযোগ সুবিধাসম্পন্ন প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হচ্ছে, ততদিন পর্যন্ত ইডেন কলেজে কোনো অবস্থাতেই সহশিক্ষা চালু না করা। ২। অনার্সের সিটসংখ্যা অতিরিক্ত হারে কমানো যাবে না। যদি শিক্ষার গুণগত মান রক্ষা করা...