চট্টগ্রাম:প্রিয় ক্যাম্পাসের স্মৃতি ফিরিয়ে আনতে আবারও একত্র হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাক্তন শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে শুক্রবার (১২ সেপ্টেম্বর) নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই পুনর্মিলনী অনুষ্ঠান। দুপুর আড়াইটায় শুরু হয়ে মিলনমেলার আনুষ্ঠানিকতা চলবে রাত সাড়ে ১১টা পর্যন্ত। এতে বিভিন্ন ব্যাচের চার হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশ নেবেন বলে প্রত্যাশা আয়োজকদের। আয়োজক কমিটি জানিয়েছে, পুনর্মিলনী আয়োজনে সব প্রস্তুতি শেষ হয়েছে। রেজিস্ট্রেশনকৃত প্রাক্তন শিক্ষার্থীরাই এতে অংশ নিতে পারবেন। প্রবেশের সময় আমন্ত্রণপত্র ও রিবন প্রদর্শন করতে হবে। পাশাপাশি আমন্ত্রণপত্রে থাকা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে প্রবেশ নিশ্চিত করা হবে। অনুষ্ঠানের সূচি অনুযায়ী বিকেল ৩টায় উদ্বোধনের মাধ্যমে পুনর্মিলনীর আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর থাকবে উপস্থাপকদের পরিচিতি, কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও উদ্বোধনী নৃত্য। বিকেল ও সন্ধ্যায় তিন পর্বে প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান...