৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। তবে নির্বাচনি আমেজ বা উৎসবের যে প্রত্যাশা ছিল, তা ক্যাম্পাসে খুব একটা দেখা যায়নি। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম। ক্যাম্পাসের বাইরের ভোটাররা ভোট দিতে কম এসেছেন, পাশাপাশি বৃষ্টি ছিল, সবমিলিয়ে ভোটার উপস্থিতি আশাব্যঞ্জক না। পাশাপাশি জাল ভোট দেওয়া ও আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ পাওয়া গেছে বলে একাধিক প্রার্থী ও ভোটার এই প্রতিবেদককে জানিয়েছেন। প্রীতিলতা হল, খালেদা জিয়া হল, তাজউদ্দীন আহমদ হল, ২১নং ছাত্র হল, শহীদ রফিক জব্বার হল,...