রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের বিলুপ্ত প্রজাতির ঢাই মাছ। এটি বিক্রি হয়েছে ১ লাখ ৮ হাজার ৪৮০ টাকায়। আজ বৃহস্পতিবার ভোরে গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর চরকর্নেশনা এলাকায় জেলে জীবন হলদারের জালে মাছটি ধরা পড়ে বলে জানায় স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান। জেলে জীবন হলদার জানান, ভোর রাতে তিনিসহ তাঁর দলবল পদ্মায় মাছ শিকারে বেড় হন। নদীর চরকর্নেশনা এলাকায় জাল ফেলেন তারা। সেখানে তাদের জালে আটকা পড়ে বিশাল আকৃতির ঢাই মাছ। পরে দৌলতদিয়ার মাছের আড়তে নিয়ে ওজন দিয়ে দেখেন মাছটির ওজন ২২ কেজি ৬০০ গ্রাম। জীবন হলদার আরও বলেন, মাছটি উম্মুক্ত নিলামে ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১...