নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে জুথি (২২) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার কাঠাতলী এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জুথি সদর উপজেলার আনন্দনগর মৃধা পাড়ার ঝুন্টু প্রামানিকের মেয়ে। ঝুন্টু প্রামানিক জানিয়েছেন, প্রায় এক বছর আগে প্রেম করে ঢাকা গাজীপুরের বাসিন্দা তানভীরকে বিয়ে করেন জুথি। বিয়ের কয়েক মাস পর জানা যায়, তানভীরের আরেকজন স্ত্রী আছেন। এ নিয়ে জুথি ও তার স্বামীর মধ্যে ঝামেলা বাধে। একপর্যায়ে জুথি নওগাঁ চলে আসেন এবং আদালতে মামলা দায়ের করেন। আজ সেই মামলার শুনানির তারিখ ছিল। কোর্টে যাওয়ার উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হন জুথি। অন্যদিকে, প্রধান সড়কের পাশে একটি মাইক্রোবাস নিয়ে দাঁড়িয়ে ছিলেন তানভীর।...