আটকের আধা ঘণ্টার পর ছেড়ে দেওয়া হয় সাইফ বিন মাহবুবকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে আচারণবিধি লঙ্ঘন ও ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সাইফ বিন মাহবুব নামে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়। আটকের আধাঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সাইফ বিন মাহবুব বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ১০ নম্বর ছাত্র হল শাখা ছাত্রদলের সভাপতি।আরো পড়ুন:‘ব্যালট ও ভোট গণনার মেশিন কেনায় পক্ষপাতিত্ব ছিল না’আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা: সিইসি ‘ব্যালট ও ভোট গণনার মেশিন কেনায় পক্ষপাতিত্ব ছিল না’ আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা: সিইসি বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোটগ্রহণ চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ভোটরারা জানান, ভোটকেন্দ্রে ভোটারদের লাইনে গিয়ে কিছু প্রার্থী নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাইতে যান। এ...