১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) দীর্ঘদিনের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অবশেষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) গঠনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৮ সদস্য বিশিষ্ট এ কমিটির আহ্বায়ক করা হয়েছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন এবং সদস্য সচিব হিসাবে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি সদস্যরা হলেন বাকৃবির অধ্যাপক ড. শহিদুল হক, অধ্যাপক ড. মো. মতিউর রহমান, অধ্যাপক ড. মো. ইমাম হোসেন, অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ, অধ্যাপক ড. মোছা. নুরজাহান খাতুন, অধ্যাপক ড. দেলোয়ার জাহান মলয়। নোটিশে কমিটির কার্যপরিধিতে উল্লেখিত ৩ টি বিষয়:১. মাওলানা ভাসানী বিজ্ঞান...