এশিয়া কাপের পর্দা উঠেছে দুই দিন আগেই। তবে বাংলাদেশ দলের এ টুর্নামেন্টের পথচলা শুরু হবে আজ রাতে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। নিজেদের এই প্রথম ম্যাচে কেমন একাদশ গড়তে পারে বাংলাদেশ?টাইগারদের একাদশে ওপেনার হিসেবে থাকবেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। তিনে অধিনায়ক লিটন দাস। এদিকে তাওহিদ হৃদয়েরই চারে নামার সম্ভাবনা বেশি। কিছুটা ছন্দহীন হলেও সামর্থ্যের বিচারে টি-টোয়েন্টিতে হৃদয় দেশের অন্যতম সেরা। সে ক্ষেত্রে অলরাউন্ডার সাইফ হাসানের একাদশে থাকার সুযোগ কম।পাঁচে শামীম হোসেন ও ছয়ে উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী আছেন। জাকেরের একাদশে জায়গা নিশ্চিত। শামীমও হয়তো খেলবেন। মিডল অর্ডারে একজন বাঁহাতি থাকলে সেটা কখনো কখনো বাড়তি সুবিধা দিতে পারে।সাত নম্বরে খেলতে পারেন অলরাউন্ডার মেহেদী হাসান। বোলিংয়ে দুই স্পিনার আর তিন পেসার নিয়েই বাংলাদেশের খেলার সম্ভাবনা বেশি। মেহেদীর পাশাপাশি আরেক স্পিনার হিসেবে...