সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। এর আগে তিনি হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। ইনডিপেনডেন্ট ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদা পারভীনের বড় ছেলে ইমাম। তিনি বলেন, ‘আম্মু গতকাল রাতে থেকেই লাইফ সাপোর্টে আছেন। এখন আল্লাহ ভরসা, সবাই আম্মুর জন্য দোয়া করবেন।’ এর আগে গত আগস্টে ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক অবস্থার অবনতি হলেও বেশ কয়েকদিন আইসিইউতে ভর্তি ছিলেন একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী। সেসময় তাঁর উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় সহযোগিতা প্রত্যাশা করেছিল পরিবার। কিন্তু পরে পারিবারিক দ্বিধা-দ্বন্দ্বের কারণেই সেই সহায়তা আর নেওয়া হয়নি। যদিও এবার রাষ্ট্রীয় সহায়তা জরুরি বলে জানাচ্ছে শিল্পীর পরিবার। কিন্তু এ বিষয়ে এখনও পর্যন্ত সংস্কৃতি মন্ত্রণালয়ের কোনো সাড়া পাওয়া যায়নি...