পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম জাতীয় টি–টোয়েন্টি দলে বাবর আজমকে ফেরানোর আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, বাবরের অভিজ্ঞতা ও ধারাবাহিকতা বিশেষ করে কঠিন রান তাড়ায় দলের জন্য বড় পার্থক্য গড়তে পারে। এক ভারতীয় সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আকরাম বলেন, ‘ভাবুন তো, যদি ১৫০ বা ১৬০ রান কঠিন উইকেটে তাড়া করতে হয়—সেক্ষেত্রে বাবরের উপস্থিতি খুবই কার্যকর হতে পারে। খেলার ধরণ কিছুটা বদলাতে হতে পারে, তবে এমন পরিস্থিতিতে বাবরের মতো ব্যাটার অপরিহার্য।’ বাবর আজম বর্তমানে টি–টোয়েন্টি দলের বাইরে আছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের ডিসেম্বরে সিরিজের পর থেকেই তিনি দলে নেই। চলমান এশিয়া কাপে নির্বাচকেরা তাকে রাখেননি। তারা আগামী বছরের বিশ্বকাপ সামনে রেখে নতুন খেলোয়াড়দের সুযোগ দিচ্ছেন। গত চার-পাঁচ বছরের পারফরম্যান্স নিয়ে আকরাম বলেন, ‘বাবর আর রিজওয়ানকে প্রচুর সুযোগ দেওয়া হয়েছে ওপেনার...