নেপালে অভ্যুত্থানের পর চলছে কারফিউ। রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। রীতিমতো রুদ্ধশ্বাস তিনটি দিন কেটেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। দেশে ফেরার অপেক্ষায় সবাই। তবে অবশেষে তাদের সবার এ অনিশ্চয়তা কেটে যাচ্ছে। আজ বাংলাদেশ দল ও সাংবাদিকরা নেপাল থেকে ঢাকায় ফিরে আসছেন বাংলাদেশ বিমানবাহিনীর পাঠানো বিশেষ একটি বিমানে করে।বাংলাদেশ দলের নেপাল সফর ছিল ২ ম্যাচের, তার প্রথমটা গোলশূন্য ড্র করে দল প্রস্তুতি নিচ্ছিল পরের ম্যাচের। এরপরই বদলে গেল পরিস্থিতি, নেপালের জেন-জি বিক্ষোভ চূড়ান্ত রূপ নিল। বাংলাদেশ-নেপালের দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল গত মঙ্গলবার, তবে সেটা বাতিল করতে হলো শেষমেশ। পরিস্থিতিটা যদি সেখানেই থেমে থাকত, তাহলে বাংলাদেশ দল এতক্ষণে ঢাকাতেই থাকত।কিন্তু সেটা সেখানেই থেমে যায়নি। দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হলেন। সঙ্গে সঙ্গে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরও বন্ধ করে দিতে হলো।...