ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের অভুতপূর্ব জয়ে অভিনন্দন জানিয়েছে পাকিস্তানের জামায়াতে ইসলামী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) অভিনন্দন বার্তা দেয়া হয়। পাকিস্তান জামায়াতের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে বলা হয় “বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে পুরো প্যানেলসহ শিবিরের ঐতিহাসিক ভূমিধস বিজয়ের জন্য অভিনন্দন।” আরও বলা হয় “এই সাফল্য জাতীয় জীবন ও গণতন্ত্রে ছাত্র ও যুবকদের ভূমিকা এবং ভারতীয় ষড়যন্ত্র থেকে মুক্তির সংগ্রামকে তুলে ধরে, বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য একটি নতুন যুগের সূচনা করেছে।” এর আগে পাকিস্তান জামায়াতের আমির নাইম উর রহমান তার এক্স হ্যান্ডেলে ছাত্র শিবিরকে অভিনন্দন জানালেও সেটা পরে মুছে দেয়া হয়। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। ডাকসু নির্বাচনে...