ইন্দোনেশিয়ার দুটি প্রদেশে আকস্মিক বন্যায় (ফ্ল্যাশ ফ্লাড) কমপক্ষে ১৪ জনের প্রাণ গেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা এমনটি জানিয়েছেন।খবর আল জাজিরার। সোমবার থেকে শুরু হয় টানা প্রবল বৃষ্টিপাত এতে পর্যটন দ্বীপ বালি ও পূর্ব নুসা তেংগারা প্রদেশে বন্যা ও ভূমিধস দেখা দেয়। এই দুর্যোগে বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বন্যা-পরবর্তী পরিস্থিতি দ্রুত সামাল দিতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। সংবাদ সংস্থা আন্তারা জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে এবং যারা ঘরবাড়ি হারিয়েছেন, তাদের ত্রাণ-সামগ্রী পৌঁছে দিতেও প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে এবং ধ্বংসস্তূপ সরাতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০০ থেকে ৬০০ জন কর্মী মোতায়েন করা হয়েছে। টানা বৃষ্টির কারণে নদীর পানি বেড়ে বালির নয়টি শহর ও জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পাহাড়ি গ্রামগুলোর ওপর...