বাগেরহাটে সংসদীয় আসন বহালের দাবিতে দুই দিনের হরতাল শুরু সর্বদলীয় কমিটির দাবি, জেলার সবকটি উপজেলায় স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালনে অবস্থান নিয়েছেন তারা। মোংলা বন্দর শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন বলেন, “টানা হরতালের কারণে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।” তিনি বলেন, “বিদেশি পণ্য পরিবহনকারী জাহাজ কর্তৃপক্ষের ওপর হরতালের প্রভাব পড়বে। তাই সরকারকে দ্রুত সময়ের মধ্যে বিষয়টির সমাধান করতে হবে। না হলে সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।” স্থানীয়রা জানান, হরতালের কারণে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে কোনো গণপরিবহন চলাচল করছে না। এতে যাত্রী ও চালকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গতকাল বুধবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির সমর্থনে গাছের গুঁড়ি ফেলে রাতভর সড়ক অবরোধ করে রাখেন হরতালকারীরা। দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। বাগেরহাটের কাপড় ব্যবসায়ী মাহবুবুল আলম কাজল বলেন,...