ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতারা রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া ও মোনাজাত করেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদসহ পুরো প্যানেলের সদস্যরা সেখানে যান। শহীদদের গণকবরের সামনে মোনাজাতের মাধ্যমে তারা তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। এ সময় নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, “নির্বাচনে অংশগ্রহণকারী সবার ইশতেহার বাস্তবায়নে শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করবো।” অন্যদিকে নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেন, “শহীদদের আত্মত্যাগ কাজের মাধ্যমে পূরণ করার চেষ্টা করবো।” একই সঙ্গে তিনি অভিযোগ...