বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনবর্হালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। বৃহস্পতিবার সকাল সড়কে আগুন জ্বালিয়ে, বেঞ্চ পেতে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করছেন হরতালের সমর্থনকারীরা। হরতালের কারণে এ জেলার সঙ্গে আশেপাশের অন্তত চারটি জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। নির্বাচন কমিশন দাবি মেনে না নিলে আগামী জাতীয় সংসদ নির্বাচন এ জেলায় হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা। সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য ও জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম সাংবাদিকদের বলেন, “জুলাই মাসের ৩০ তারিখ প্রথম নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসন থেকে একটি বাদ দিয়ে তিনটি করার পর আমরা আন্দোলন শুরু করি। চূড়ান্ত শুনানির পর যখন তা বহাল রাখে তখন জেলার বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ বিভিন্ন...