নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই একটি দল পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। বোদা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ফরহাদ হোসেন আজাদ বলেন, “স্বাধীনতার স্বপক্ষের একমাত্র দল বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধে তিনি একটি সেক্টরের কমান্ডার হিসেবে সরাসরি যুদ্ধ করেছেন।” তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।” অনুষ্ঠানে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মামুনুর রশিদ দুলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর...