ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দফায় টানা তৃতীয় দিনের মতো আন্দোলনকারীরা রেলপথ অবরোধ করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে ঢাকা–খুলনা ও ঢাকা–বরিশাল মহাসড়কের পাশাপাশি রেলপথেও চলাচল বন্ধ হয়ে যায়। ফলে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক ও রেল যোগাযোগে বিপর্যয় নেমে এসেছে। খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি মুকসুদপুর রেলস্টেশনে দাঁড়িয়ে আছে। বিকল্প পথে ট্রেনটি কাশিয়ানী হয়ে বোয়ালমারী–কালুখালী–রাজবাড়ী বা যমুনা সেতু হয়ে ঢাকায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস এ রুটে বন্ধ রাখা হয়েছে। ভাঙ্গা উপজেলার কৈডুবি রেলগেটে আন্দোলনকারীরা গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেছেন। এ বিষয়ে গেটকিপার মুস্তাফিজুর রহমান জানান, সকাল থেকে রেলগেট বন্ধ থাকায় কোনো ট্রেন চলাচল করতে পারেনি। ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ সাকিব আকন্দ...