গত পাঁচ আইপিএল মিলিয়ে উইকেট মিলেছে মোটে একটি। গত তিন আইপিএল মিলিয়ে বোলিং করতে পেরেছেন স্রেফ তিন ওভার। শিভাম দুবের অলরাউন্ডার পরিচয়ই তাই হারিয়ে যেতে বসেছিল প্রায়। তবে জাতীয় দলে এখন সেই অলরাউন্ডারকেই প্রয়োজন। এশিয়া কাপের প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং উপহার দিয়ে জানিয়ে রাখলেন, তিনিও প্রস্তুত অলরাউন্ড ঝলক দেখাতে। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে বিধ্বস্ত করার ম্যাচে বুধবার চার রানে তিন উইকেট শিকার করেন দুবে। গত আইপিএলে ১৪ ম্যাচ খেলে দুই ওভার বোলিং করে ৩৩ রান দেন তিনি। গত বছরের আইপিএলে ১৪ ম্যাচ খেলেই এক ওভার বোলিং করে ১৪ রানে তার প্রাপ্তি ছিল এক উইকেট। ২০২৩ আইপিএলে তো ১৬ ম্যাচ খেলেও বোলিং পাননি এক ওভারও। আইপিএলে তিনি হয়ে উঠেছেন শুধুই ব্যাটসম্যান। কিন্তু এশিয়া কাপে দলের প্রথম...