বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমিরের বাসায় যান রাশিয়ার রাষ্ট্রদূত। এই সময়ে রাশিয়ার দূতের সঙ্গে দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এ্যানটন চেরনোভ ছিলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমির এসএম খালিদুজ্জামান এবং জামায়াতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। বৈঠক নিয়ে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত আমিরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। “বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি, বাংলাদেশ ও...