প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়ে সরকারবিরোধী আন্দোলন আর সহিংসতার মধ্যে কাঠমান্ডুতে আটকা পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ সময় বেলা ২টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে যাত্রা শুরু করেছেন হাভিয়ের কারবেরা, জামাল ভূঁইয়ারা। বাংলাদেশ দল নেপাল ছাড়ার আগে বিমাবন্দরে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে নেপালের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিল পলিটিক্যাল মোহাম্মদ শোয়েব আব্দুল্লাহ পরিস্থিতি ব্যাখ্যা করেন। “পুরো ব্যাপারটাই ছিল খুব ঝামেলাপূর্ণ। আপনারা সবাই জানেন, নেপালের কী পরিস্থিতি, আপনারাও এখানে ছিলেন। মাত্র দেড় দিনের মাথায় একটা দেশের পরিস্থিতি এতো অবনতির দিকে যাবে, এটা আসলে কেউই ধারণা করতে পারেনি।” “৯ তারিখ আমাদের দ্বিতীয় ম্যাাচ ছিল। আমরা সেই ম্যাচ দেখার প্রস্তুতি নিচ্ছিলাম। ওই দিনই সকাল থেকে পরিস্থিতি এতো খারাপ হয়ে গেল এবং রাস্তাঘাট থেকে...