ফেনীতে মাত্র ১২০ টাকা ফি জমা দিয়েই পুলিশে চাকরি পেয়েছেন ২০ তরুণ। বৃহস্পতিবার দুপুরে শহরের পুলিশ লাইন ড্রিল শেডে আয়োজিত অনুষ্ঠানে চূড়ান্তভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। চাকরিতে নির্বাচিত হওয়ার খবর শুনে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা আবেগাপ্লুত হয়ে পড়েন। কোনো প্রকার ঘুষ বা তদবির ছাড়াই চাকরি পাওয়ায় তারা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ মেধা, যোগ্যতা ও...