কক্সবাজার: আবারো উচ্ছেদ আতঙ্কে কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের হাজারো নারী পুরুষ রাস্তায় নেমে এসেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে তারা বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ শুরু করেন।জানা গেছে, দেশে প্রথমবারের মতো নেয়া জলবায়ু উদ্বাস্তুদের সবচেয়ে বড় আবাসন প্রকল্পে প্রকৃত উদ্বাস্তুদের তালিকা করতে গিয়ে বাঁধার মুখে পড়েছে জেলা প্রশাসনের একটি দল। বৃহস্পতিবার সকাল ১০টায় কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ায় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন চৌধুরীর নেতৃত্বে এ তালিকা করতে যাওয়া হয়।সুত্রমতে, কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়া এলাকাটিতে অন্তত ৭০ হাজার মানুষের বসবাস৷ তারা দীর্ঘ অর্ধশত বছরের কাছাকাছি এই জায়গায় অবস্থান করছেন। এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় শুটকি মহাল। হাজার হাজার নারী-পুরুষ এই মহালের উপর নির্ভরশীল।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিমানবন্দর নির্মাণের অজুহাতে দখল চেষ্টারত এলাকাটিতে একটি চক্র...