জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে কেন্দ্র করে নেয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসজুড়ে মোতায়েন করা হয়েছে ১ হাজার ৫৩৪ জন পুলিশ সদস্য। এছাড়া গোয়েন্দা পুলিশ, এপিবিএন এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীও দায়িত্ব পালন করছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, ট্রাফিক অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। সরেজমিনে দেখা যায়, মুরাদ চত্বর, মীর মোশাররফ হল, পুরাতন প্রশাসনিক ভবন, ডেইরি গেট ও প্রান্তিক গেটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের কড়া অবস্থান রয়েছে। এ ছাড়া নিরাপত্তার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অস্থায়ী দোকান ও ক্যাম্পাসের প্রবেশ পথ বন্ধ রাখা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা...