বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। তিনি প্রশ্ন তুলে বলেন, “সরকারের দ্বারাই কি নির্বাচন বানচাল হতে যাচ্ছে? আমরা সরাসরি কিছু বলছি না, কিন্তু সন্দেহটা থেকেই যাচ্ছে।” তিনি বলেন, “সন্দেহ হয় এই কারণে, আওয়ামী লীগের দোসররা এখনো সচিবালয়ে ও বিভিন্ন অধিদপ্তরে বসে আছে। অথচ তাদের বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফেব্রুয়ারির যেকোনো তারিখেই নির্বাচন হোক না কেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের এই প্রেতাত্মাদের সরিয়ে দিতে হবে।” বৃহস্পতিবার প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডাকসু নির্বাচন প্রসঙ্গে জয়নুল আবদিন ফারুক বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কখনো হতাশা ছিল না, এখনো নেই, সামনেও হবে না। হতাশা তাদের হয়, যারা রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নয়,...