এলাকাবাসীর অভিযোগের বিষয়ে কথা বলার জন্য মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্সের প্রতিনিধি ওয়াসিম হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন কথা বলতে পারবেন না বলে জানান। তবে এলজিইডির দুর্গাপুর উপজেলা প্রকৌশলী মাসুক ই মোহাম্মদের দাবি সড়কটি ভালভাবেই নির্মাণ করা হয়েছে। কাজ খারাপ হয়েছে বলে এলাকার মানুষের যে দাবি তা ঠিক নয়। যদিও এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, সড়কটির পিচ কার্পেটিং উঠে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগের বিষয়টি আমাদের দৃষ্টিতে এসেছে। উপজেলা প্রকৌশলীকে সরেজমিনে দেখে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নির্মাণে কোন ত্রুটি ধরা পড়লে নতুন করে সড়ক করে দিতে হবে ঠিকাদারকে। হাতেই উঠে আসছে সদ্য পাকা করা একটি সড়কের পিচ কার্পেটিং। পা দিয়ে ঘষা দিলেও উঠে যাচ্ছে সড়কের পিচ ঢালাই। রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিওরকুড়ি থেকে পাঁচবাড়ি হয়ে দেলুয়াবাড়ি পর্যন্ত চার কিলোমিটার...