জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোট শুরুর পর বিভিন্ন হলে ধীরে ধীরে বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি। তবে বৃষ্টির জন্য উপস্থিতি কিছুটা কম আছে। ১০ নম্বর ছাত্র হলে প্রথম ১ ঘণ্টা ১০ মিনিটে ভোট দিয়েছেন মাত্র ৭ জন। এ তথ্য নিশ্চিত করে হলের প্রাধ্যক্ষ রেজাউল রকিব বলেন, অনেকে ভোট দেওয়ার জন্য সারিতে অপেক্ষা করছেন। ধীরে ধীরে ভোটারের উপস্থিতি বাড়ছে। আ ফ ম কামালউদ্দিন হলে প্রথম এক ঘণ্টায় ভোট দিয়েছেন ২৯ জন। এ হলে মোট ভোটার সংখ্যা ৩৩৩ জন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা শিবলী নোমান। শহীদ সালাম বরকত হলে মোট ভোটার ২৯৯ জন। এর মধ্যে প্রথম এক ঘণ্টায় ভোট দিয়েছেন ২০ জন। তথ্যটি জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা...