ভুক্তভোগী সারোয়ার জাহান মদন উপজেলার চানগাও গ্রামের বাসিন্দা এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি এলজিইডির প্রথম শ্রেণির ঠিকাদার। ভুক্তভোগী ও এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সারোয়ার জাহান এলজিইডির নির্বাহী প্রকৌশলীর রুমে বসে কথা বলছিলেন। ওই সময় সুমন নামের এক যুবক এসে সারোয়ার জাহানকে ডেকে বাইরে নিয়ে আসেন। বাইরে এলে তাঁকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী। একপর্যায়ে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে মারতে ভবনের দোতলা থেকে মারধর করে নিচতলায় নিয়ে আসেন। এসময় অফিসের কর্মকর্তা, কর্মচারী ও আনসার সদস্যরা তাঁকে উদ্ধার করে একটি রুমে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে সারোয়ার জাহান বলেন, ‘আমি অফিসে এসে নির্বাহী প্রকৌশলী স্যারের সঙ্গে...