নেপালে সহিংস বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগের পর অন্তবর্তীকালীন নেতৃত্ব নিয়োগে মতপার্থক্য দেখা দিয়েছে। এই জটিলতা নিরসনে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবারও 'জেন জি' বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেছে দেশটির সেনাবাহিনী। এক সেনা মুখপাত্রের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সম্ভাব্য অন্তর্বর্তী নেতা হিসেবে বিক্ষোভকারীদের অগ্রাধিকার তালিকায় রয়েছেন নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। ২০১৬ সালে দেশটির প্রথম নারী হিসেবে তিনি ওই পদে নিয়োগ পেয়েছিলেন। বিক্ষোভের এক সমর্থক ৩৪ বছর বয়সী সুজিত কুমার ঝা বলেন, আমরা সুশীলা কার্কিকে তার প্রকৃত রূপেই দেখি—সৎ, নির্ভীক এবং অবিচল। এই দায়িত্বের জন্য তিনিই সঠিক মানুষ। পুরো বিষয়ে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির দাবি, অন্তর্বর্তী নেতা হওয়ার ব্যাপারে কার্কি সম্মতি দিয়েছেন। তবে সংবিধান সম্মত উপায়ে তার নিয়োগের বিষয়ে আলোচনা চলছে। এদিকে, তার...