নির্বাচনে কে জিতবে তা নির্ভর করছে ভোটারের উপর। তারপরও বিভিন্ন কারন বিশ্লেষণ করে কারা জিততে পারে তার একটা ধারনা পাওয়া যায়। এর আগে ডাকসু নির্বাচনে সাদিক কায়েম ও এস এম ফরহাদের জয়ের ব্যাপারে চ্যাটজিপিটির ভবিষ্যদ্বাণী সঠিক হয়েছিল। জাকসু নির্বাচনে ভিপি ও জিএস পদে কে জিতবে এমন প্রশ্ন ছিলো বিশ্বের স্বনামধণ্য কয়েকটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই কাছে। কাকে এগিয়ে রাখছে এসব মডেল তাই থাকছে প্রতিবেদনে। বিশ্বখ্যাত চ্যাটজিপিটি জাকসু নির্বাচনে শিবির প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব এবং জিএস পদে একই প্যানেলের মাজহারুল ইসলামকে জেতার তালিকায় এগিয়ে রাখছে। এআই মডেল গ্রকের ভবিষ্যতবানী বলছে, ভিপি হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের শেখ সাদী হাসান এবং জিএস পদে তানজিলা হোসাইন জেতার সম্ভবনা রয়েছে। অন্যদিকে...