সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কশিনারের যে পরিমাণ প্রস্তুতি থাকার কথা, একটা প্রস্তুতিও তারা ভালোভাবে গ্রহণ করেনি। এমন অভিযোগ করেছেন জাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাকসু নির্বাচন ছাত্রদলের ভোট কারচুপির অভিযোগে ছাত্রশিবিরের ডাকা জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।আরিফ আরও বলেন, ক্যাম্পাসে বহিরাগত ছাত্রদলের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে। তারা ভোটারদের বিভিন্নভাবে ম্যানিপুলেট করার ট্রাই করছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল বলেছিলেন, আজ সকাল ৬টা থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবেন না।তিনি অভিযোগ করেন, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহান ক্যাম্পাসে রবীন্দ্রনাথ হলে অবস্থান করছেন। নির্বাচনচলাকালীন সাবেক শিক্ষির্থীরা যেখানে অবস্থান করতে পারবেন না,সেখানে কেন্দ্রীয় একজন নেতা অবস্থান করছেন। এটা আমাদের জন্য খুবই শঙ্কার জায়গা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাকসু নির্বাচন ছাত্রদলের ভোট কারচুপির অভিযোগে ছাত্রশিবিরের...