জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ফজিলাতুন্নেসা হলে ভোটগ্রহণ এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।মো. মনিরুজ্জামান বলেন, শঙ্কা সব জায়গায় আছে। কিছু ভুল বোঝাবুঝির জন্য ফজিলাতুন্নেসা হলে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। তবে এখন আবার ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।এর আগে ফজিলাতুন্নেছা হলে ভোট কারচুপির অভিযোগ তোলেন কয়েকজন। এর পরই আসেন শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এবং ছাত্রদলের ভিপি প্রার্থী। পরে ছাত্রদলের ভিপি কেন্দ্রের ভেতরে প্রবেশ করলে নারী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। ছাত্রদল প্রার্থীর এভাবে প্রবেশে শঙ্কা প্রকাশ করেন অন্য প্রার্থীরাও।আঙুলে কালি না দেওয়ার অভিযোগ বাগছাসের জিএস পদপ্রার্থীরজানা গেছে, এবারের জাকসু নির্বাচনে মোট ১১ হাজার ৯১৯ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ছাত্রদের হলের মধ্যে আল বেরুনী হলে ভোটার ২১০...