দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচনে ভোট দিতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ভোটকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসেবের আমেজ। ভোটাররা প্রত্যাশা করছেন, নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণা সুবিধা, মেডিকেল সেবা, পরিবহন সংকট, লাইব্রেরি ও ল্যাব উন্নয়ন এবং ক্যাম্পাসের বিভিন্ন সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর। দিনের শুরুতে কেন্দ্রের বাইরে ভোটার উপস্থিতিও তেমন দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ভবনের ২১টি ভোটকেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৯টায় ভোট শুরুর কথা ছিল। কিন্তু ব্যালট পেপার ও অন্যান্য সরঞ্জাম এনে ভোটগ্রহণ শুরু করতে করতে ১৫ থেকে ২০ মিনিট সময় পেরিয়ে যায়। নিয়ম অনুযায়ী সাংবাদিকদের সামনে খালি ব্যালট বাক্স দেখিয়ে তারপর সিলগালা করে ভোটগ্রহণের জন্য প্রস্তুত করা হয়। ভোট শুরুর পর তাজউদ্দিন হলের ভোটার...