গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্বেচ্ছাসেবী তরুণদের নেতৃত্বে শিক্ষা সচেতনতা বিষয়ক শিফট ক্যাম্পেইনের যাত্রা শুরু হয়েছে। গত মঙ্গলবার সকালে ক্যাম্পেইনটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ্ তমাল। উপজেলার এসকেএস রিসোর্স সেন্টারের প্রশিক্ষণ কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও এই অনুষ্ঠানে শিফটার গ্রুপের পরিবেশনায় শিক্ষার গুরুত্বের উপর নাটক, গান, কবিতা ও নৃত্য পরিবেশিত হয়। সভায় বক্তব্য দেন, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ব্যবস্থাপক কনিকা ফেরদৌস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষ্মণ কুমার দাশ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুনুর রশীদ, এসকেএস ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক মো. জামাল উদ্দিন প্রমুখ। বক্তরা বলেন, শিক্ষার ক্ষেত্রে শিশুদের ঝরে পড়া ঠেকাতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে। সন্তানদের স্কুলে পাঠাতে আগ্রহী হতে অভিভাবকদের...