অসুস্থ কাটিয়ে আবারও সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুত জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ইতিমধ্যে ‘দম’ নামের নতুন একটি সিনেমা চুক্তিবদ্ধ হয়ে শুটিংয়ের জন্য কাজাখস্তানে গেছেন তিনি। সেখানেই বেশিরভাগ শুটিং সম্পন্ন হবে সার্ভাইভাল থ্রিলার ঘরানার এই সিনেমার। নিশোর সঙ্গে বর্তমানে কাজাখস্তানে রয়েছেন নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল ও আর্ট ডিরেক্টর শহীদুল ইসলাম। এর আগে, শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব ও জর্ডানের কথা আলোচনায় এলেও শেষ পর্যন্ত কাজাখস্তানকে বেছে নিচ্ছেন টিম ‘দম’। বর্তমানে দেশটিতে সিনেমার লোকেশন দেখছেন প্রযোজক, নির্মাতা ও শিল্পীরা। এতে নিশোর পাশাপাশি থাকছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও। সিনেমার গল্প...