স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা করার কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুদকের অনুরোধে মহানগর গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়। দুদকের মামলায় অভিযোগ করা হয়েছে, মিঠু স্থাবর ও অস্থাবর মিলে প্রায় ৭৫ কোটি টাকার সম্পদ গোপনে অর্জন করেছেন। এর মধ্যে জমি, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, স্বর্ণালংকার, ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ রয়েছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, মিঠুর বৈধ আয়ের উৎস থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৭১ কোটি টাকা। তবে জ্ঞাত আয়-উৎসের বাইরে ৭৫ কোটি টাকারও বেশি সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। ২০১৬ সালে পানামা পেপারসে নাম আসার পর...