ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ- সিপিএলে ব্যাটে-বলে অনুজ্জ্বল সাকিব আল হাসান। তবে এতে প্রভাব পড়েনি তার দলের, অ্যান্টিগা ফ্যালকন্স জিতেছে ৪ উইকেটে। বোলিংয়ে চার ওভারে ২৮ রান দিয়ে এক উইকেট আর ব্যাটিংয়ে ২ বলে ১ রান। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নবালে গায়ানা অ্যামাজনের বিপক্ষে সিপিএল’ টি-টোয়েন্টি ম্যাচে এই ছিলো সাকিব আল হাসানের পারফরম্যান্স। তবে তার দল অ্যান্টিগা ফ্যালকন্স ১০০ রানের টার্গেটে ম্যাচ জিতে নেয় চার উইকেটে। প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৯৯ রানে অলআউট হয় গায়ানা। দলের পক্ষে শাই হোপ ১৪ বলে সর্বোচ্চ ২৬ রান করেন। পেসার জেইডেন সিলস ১৫ রানে চারটি, লেগ স্পিনার উসমান মির ১৭ রানে তিনটি ও সাকিব ২৮ রানে একটি উইকেট নেন। অ্যান্টিগা জবাব দিতে নেমে ২৪ রানে চার উইকেট হারায়। সাকিবচতুর্থ ব্যাটসম্যান হিসেবে পঞ্চম ওভারের প্রথম...