বিশ্বকাপ বাছাইয়ে শেষ ম্যাচে বলিভিয়া বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। যেখানে সেলেসাওদের ১-০ গোলের ব্যবধানে হারতে হয়েছে। এই ম্যাচে হারেরলা পাজে স্টেডিয়ামের বেশ কিছু বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির শাউদ। শুধু অসন্তোষ করেই থেমে থাকেননি তিনি, মাঠে বল বয়, নিরাপত্তা কর্মী, রেফারি ও খেলার পরিবেশ নিয়ে একটি অভিযোগ পত্র তৈরি করছেন সামির। যেটি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাকে (কনমেবল) প্রদান করবেন তিনি। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ওগ্লোবো। অভিযোগ পত্রের বিষয়ে সামির বলেন, এমন পরিস্থিতি আমরা আগে কখনও দেখিনি। খেলা ছিল সম্পূর্ণ অখেলোয়াড় সুলভ। ফিফা ও কনমেবলকে অবশ্যই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করতে হবে। স্টেডিয়ামে উপস্থিত বল বয়রা ইচ্ছাকৃতভাবে খেলার গতি নষ্ট করেছে বলে...