কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ে সাঁড়াশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে র্যাব ও পুলিশের প্রায় আড়াইশো সদস্য অংশ নিয়েছেন। র্যাব সূত্র জানায়, স্থানীয় অস্ত্র পাচারকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হচ্ছে। ড্রোনের সাহায্যে পাহাড়ি এলাকায় অস্ত্রের আস্তানা চিহ্নিত করার চেষ্টা চলছে। কোনো আস্তানা সনাক্ত হলে সেখানে অভিযান চালানো হবে বলে জানিয়েছে বাহিনীটি। সম্প্রতি মহেশখালীর বিভিন্ন এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ একাধিক পাচারকারী ও অস্ত্র নির্মাণে জড়িত ব্যক্তিকে...