চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দংয়ে কাঞ্চননগর ডলু রাবারবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। ভবনের ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তারা, বেরিয়ে এসেছে রড ও ইট। পিলারেও দেখা দিয়েছে ফাটল। তিনটি শ্রেণিকক্ষ ও শিক্ষকদের অফিসকক্ষ পুরোপুরি জীর্ণশীর্ণ হয়ে পড়েছে। শতাধিক শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টি প্রতিদিন পাঠদান চালালেও ঝুঁকির কারণে শ্রেণি কার্যক্রম চলছে পাশের নড়বড়ে সেমিপাকা তিনটি কক্ষে। তবে সেগুলোও এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। এ কারণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৮৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০০৯ সালে এটি রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় এবং ২০১৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। বর্তমানে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ১০০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের পাঠদানে নিয়োজিত আছেন ৪ জন শিক্ষক। তারমধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ...