টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়। বর্তমান র্যাঙ্কিংটাও ১০। তবে সে যাই হোক, আইসিসি র্যাঙ্কিংয়ের ২৪ নম্বর দল হংকংয়ের বিপক্ষে নামার আগে নিশ্চয়ই তা নিয়ে ভাবতে হবে না বাংলাদশকে! এশিয়া কাপের এই ম্যাচে নামার আগে শেষ ৫টি পূর্ণ ম্যাচের ৪টিতেই জিতেছে বাংলাদেশ। শেষ তিন সিরিজের তিনটিতেই জয়, দুটো আবার শ্রীলঙ্কা আর পাকিস্তানের বিপক্ষে। লিটন দাসের দলের আত্মবিশ্বাসের পারদটা তাই খুব উঁচুতেই থাকার কথা। তবে হংকং ম্যাচের আগেও বাংলাদেশের ভয় আছে দুটো জায়গায়। দুটোই অবশ্য অতীত সম্পর্কিত। এই ম্যাচে যখন বাংলাদেশ মাঠে নামবে, তখন হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের জয়ের হার হবে শূন্য, অন্যদিকে প্রতিপক্ষের খাতায় থাকবে শতভাগ জয়ের রেকর্ড। অবিশ্বাস্য শোনালেও বিষয়টা সত্যিই। ২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশ হেরেছিল এই হংকংয়ের কাছে। ২ উইকেটের সেই হার অবশ্য সেদিন...