কুমিল্লার নাঙ্গলকোটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহসান হাবিব মজুমদার (৪৫) নামে এক যুবদল নেতা ও হাফেজ আরিফুল ইসলাম নয়ন (২৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সামনে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার মোকরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কেশতলা পশ্চিমপাড়া মজুমদার বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে আহসান হাবিব মজুমদার এবং হেসাখাল বাজার নূরানী হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্সের শিক্ষক ও পেরিয়া গ্রামের পশ্চিমপাড়ার আবু জাফর সওদাগরের ছেলে আরিফুল ইসলাম নয়ন। জানা যায়, বুধবার রাত ১০টার দিকে আহসান হাবিব মোটরসাইকেল দিয়ে নাঙ্গলকোট বাজার থেকে খিলা বাজারের দিকে যাওয়ার পথে এবং মাদ্রাসা শিক্ষক নয়নও মোটরসাইকেল দিয়ে দায়েমছাতি থেকে নাঙ্গলকোট যাওয়ার পথে নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সামনে আসলে উভয়ের মধ্যে...