বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিকেল ৩টার দিকে দেশে ফিরতে পারে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর দুপুরে এক বার্তায় এ তথ্য জানিয়েছে আইএসপিআর। আইএসপিআর জানায়, বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমান বাহিনীর বিমানযোগে আজ আনুমানিক বিকেল তিনটার দিকে নেপাল থেকে বাংলাদেশে ফিরে আসবেন বলে আশা করা যাচ্ছে। আরেক বার্তায় আইএসপিআর জানায়, নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমান বাহিনীর বিমানটি আজ বেলা ১১টা ৫৩ মিনিটে ঢাকা ত্যাগ করে। গত সোমবার নেপাল সরকার ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার পর বিক্ষোভে ফেটে পড়ে নেপারের তরুণ প্রজন্ম। পুলিশ গুলি চালালে বিক্ষোভ সহিংসতায় রুপ নেয়। মঙ্গলবার এ সহিংসতার মধ্যেই প্রধানমন্ত্রী খড়গ...