আরফান নিশোর সার্ভাইভাল থ্রিলার ঘরানার সিনেমা ‘দম’। শুটিং হবে কাজাখস্তানে। ইতিমধ্যে দেশটিতে গিয়েছেন অভিনেতা আফরান নিশো, নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল ও আর্ট ডিরেক্টর শহীদুল ইসলাম। এর আগে শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব ও জর্ডানের কথা আলোচনায় এলেও শেষপর্যন্ত কাজাখস্তানকে বেছে নেওয়া হয়েছে। এই সিনেমায় আফরান নিশোর পাশাপাশি থাকছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমার গল্প প্রসঙ্গে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম নিয়ে দম বানাতে আসছি। সত্য ঘটনার অনুপ্রেরণায় বেঁচে থাকার লড়াইয়ের গল্পে গড়ে উঠেছে ছবির কাহিনি।’ অভিনেতা নিশো বলেন, ‘এই সিনেমার...